ঢাকা, বৃহস্পতিবার, ১ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯১৯ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
বাংলাদেশ রিটেইল কংগ্রেস অনুষ্ঠিত বাংলাদেশ রিটেইল কংগ্রেস

ঢাকা: রিটেইল পেশাদারদের মাঝে জ্ঞান ও দক্ষতা নিয়ে আলোচনার লক্ষ্যে পঞ্চমবারের মতো অনুষ্ঠিত হলো বাংলাদেশ রিটেইল কংগ্রেস।

দক্ষতার উন্নয়নে দিকনির্দেশনা, সঠিক তথ্য দেওয়া এবং সংশ্লিষ্ট খাতের যথাযথ বিশ্লেষণের মাধ্যমে এ বছর বাংলাদেশ রিটেইল কংগ্রেসের থিম ছিল ‘এম্ব্রেসিং দ্য নিউ রিটেইল এক্সপেরিয়েন্স’।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিডার (বাংলাদেশ বিনিয়োগ ও উন্নয়ন কর্তৃপক্ষ) নির্বাহী চেয়ারম্যান মো. সিরাজুল ইসলাম।

দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন পর্যায় থেকে রিটেইল বিশেষজ্ঞ এবং বিশিষ্ট কর্পোরেট ব্যক্তিত্ব একত্রিত হয়ে অনুষ্ঠানে কীনোট উপস্থাপনসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোকপাত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯১৬ ঘণ্টা, সেপ্টেম্বর ২৭, ২০২০
এসই/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।