ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বসুন্ধরায় রূপায়ণের কমার্শিয়াল প্রকল্প হস্তান্তর

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৮ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২০
বসুন্ধরায় রূপায়ণের কমার্শিয়াল প্রকল্প হস্তান্তর

ঢাকা: রূপায়ণ হাউজিং এস্টেট তাদের কমার্শিয়াল প্রকল্প ‘রূপায়ণ শপিং স্কয়ার' এর মালিকানা ক্রেতাদের কাছে হস্তান্তর করেছে।

বৃহস্পতিবার (০১ অক্টোবর) সন্ধ্যায় প্রতিষ্ঠানটির প্রকল্প দেশের প্রথম মেগা গেইটেড কমিউনিটি "রূপায়ণ সিটি উত্তরা" এর ক্লাব হাউজে ক্রেতাদের প্রতিনিধিদের কাছে প্রকল্পের ডকুমেন্ট হস্তান্তর করেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা ক্যাপ্টেন পি জে উল্লাহ, উপদেষ্টা ফুটবলার আবদুল গাফফার, রূপায়ণ হাউজিং এস্টেট লিমিটেডের উপ-ব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মিজানুর রহমান দেওয়ান এবং নির্বাহী পরিচালক (বিক্রয়) এহসানুর রহমান।

এ সময় বক্তব্য রাখেন রূপায়ণ শপিং স্কয়ারের শপ ও শো-রূম ওনার্স এসোসিয়েশনের সভাপতি রাশেদুল হাসান, সেক্রেটারি কফিল উদ্দিন ভুইয়া, অফিস ওনার্স এসোসিয়েশনের সভাপতি ফজলুল হক, সেক্রেটারী স্বদেশ রঞ্জন শাহা, রূপায়ণ গ্রুপের জেনারেল ম্যানেজার (কাস্টমার সার্ভিস) মো. সাইফুল ইসলাম এবং জেনারেল ম্যানেজার (মার্কেটিং এন্ড মিডিয়া) মো. শওকত আহমেদ।

রূপায়ণ গ্রুপের পক্ষ থেকে দুই এসোসিয়েশনের কমিটিকে ফুলেল শুভেচ্ছা দেয়া হয় এবং এই প্রকল্প সফলভাবে হস্তান্তরের জন্য রূপায়ণের কনস্ট্রাকশন ডিপার্টমেন্ট, কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট ও সেলস ডিপার্টমেন্টকে সম্মাননা প্রদান করা হয়।

উল্লেখ্য,বসুন্ধরা কনভেনশন সেন্টার ও ৩০০ ফিট রোডের সন্নিকটে স্থাপত্যশৈলী দিয়ে নির্মিত রূপায়ণ শপিং স্কয়ার ৪৩ কাঠা জায়গার উপর অবস্থিত দৃষ্টিনন্দন ১৪ তলা ভবন। শপ, শো-রুম, অফিস এবং ফুডকোর্ট নিয়ে খুব শিগগিরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে রূপায়ণ শপিং স্কয়ারের।

বাংলাদেশ সময়: ১৯০৭ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২০
এমআইএস/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।