ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এলসির আওতায় আমদানি পণ্যের ঋণ সুবিধার মেয়াদ বাড়লো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০২ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
এলসির আওতায় আমদানি পণ্যের ঋণ সুবিধার মেয়াদ বাড়লো

ঢাকা: ব্যাক টু ব্যাক ঋণপত্রের (এলসি) আওতায় বাকিতে আমদানি করা পণ্যের মূল্য পরিশোধে রপ্তানি উন্নয়ন তহবিল (ইডিএফ) থেকে ঋণ সুবিধার মেয়াদ বাড়ানো হয়েছে।
 
দুই শতাংশ সুদে এ তহবিলের অর্থ দিয়ে ব্যাক টু ব্যাক এলসির পাওনা পরিশোধের জন্য ২০২১ সালের ৩১ মার্চ পর‌্যন্ত সময় পাবেন রপ্তানিকারকেরা।


 
মঙ্গলবার (৬ অক্টোবর) এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বৈদেশিক মুদ্রা লেনদেনে নিয়োজিত সব অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠানো হয়েছে।

এতে বলা হয়েছে, করোনা ভাইরাসের কারণে চলমান পরিস্থিতি বিবেচনা করে ব্যাক টু ব্যাক এলসি সুবিধা চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাক-ব্যাক এলসির নিষ্পত্তির জন্য ইডিএফ থেকে পুনরায় অর্থায়ন সুবিধা ২০২১ সালের ৩১ মার্চ পর্যন্ত বহাল থাকবে। পুনঃতফসিল চাওয়ার আগে বাংলাদেশ ব্যাংকের কাছ থেকে অবশ্যই নিশ্চিত করতে হবে।

এর আগে চলতি বছরের ১২ এপ্রিল একটি প্রজ্ঞাপন জারি করে পুনঃঅর্থায়নের মেয়াদ ১৮০ দিন সুদের হার ২ শতাংশ এবং রপ্তানিকারক প্রতিষ্ঠানগুলোর ব্যাক টু ব্যাক এলসির পাওনা পরিশোধের সময় ৩৬০ দিন নির্ধারণ করে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক।

বাংলাদেশ সময়: ২০৩৫ ঘণ্টা, অক্টোবর ৬, ২০২০
এসই/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।