ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে আইফোন পেলেন ১০ বিজয়ী

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে আইফোন পেলেন ১০ বিজয়ী

ঢাকা: বিকাশ অ্যাপে ‘বার্ড গেম’ খেলে বিজয়ী ১০ জন পেয়েছেন ১০টি আইফোন এসই। বিকাশ লেগোর উড়ন্ত পাখিকে ট্যাপ করে বিপদ এড়িয়ে সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহ করে এ মজার খেলায় আইফোন জিতলেন বিজয়ীরা।

‘বার্ড গেম’-এর ১০ বিজয়ীরা হলেন- কামাল হোসেন, মোসাম্মাৎ নার্গিস কবির, জান্নাতুল বারী চৌধুরী, মোহাম্মদ জসিম উদ্দিন, মোহাম্মদ রাকিবুল ইসলাম, বেবি রানি রায়, মোসাম্মাৎ রাবেয়া খাতুন, জাহেদা বেগম, মিনু আক্তার ও মোসাম্মাৎ ফাহিমা খাতুন। করোনা পরিস্থিতিতে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখার জন্য পুরস্কার পৌঁছে দেওয়া হয়েছে বিজয়ীদের নিজ নিজ ঠিকানায়।

বার্ড গেম-এ আইফোন বিজয়ী নার্গিস কবির বলেন, ‘করোনাকালীন সময়ে বিকাশ অ্যাপে গেম খেলে অনেকটা সময় কেটেছে। টিউশন না থাকায় এ সময় ভালো একটা ফোন কিনতে চেয়েও পারিনি। বার্ড গেম খেলে আইফোন পেয়ে অনেক ভালো লাগছে। বিকাশকে ধন্যবাদ অ্যাপে সব সময় নতুন নতুন ফিচার আনার জন্য। ’

সোমবার (১২ অক্টোবর) বিকাশে থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গত ২১ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত বার্ড গেম-এ আইফোন জেতার প্রতিযোগিতায় বিপুল সংখ্যক বিকাশ গ্রাহক অংশ নেন। গ্রাহকদের মধ্যে দারুণ সাড়া পাওয়ায় আবারও শুরু হতে যাচ্ছে বার্ড গেম এর নতুন প্রতিযোগিতা যা চলবে ১৫ অক্টোবর থেকে ৩১ অক্টোবর ২০২০ পর্যন্ত। বিকাশ ফেসবুক পেজে এ সম্পর্কে বিস্তারিত জানানো হবে গ্রাহকদের।  

প্রসঙ্গত, বিকামের এবারের গেমের ধরন ও পুরস্কারে থাকবে ভিন্নতা।

বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, অক্টোবর ১২, ২০২০
এসই/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।