ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে কয়লা আমদানি শুরু বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে শুরু হয়েছে কয়লা আমদানি কার্যক্রম

সুনামগঞ্জ: দীর্ঘ প্রায় আট মাস বন্ধ থাকার পর সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে কয়লা আমদানি কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন বড়ছড়া কাস্টম সুপার সুদীপ্ত শেখর দাস।

করোনা ভাইরাস ও নানামুখী আইনি জটিলতায় ভারতের মেঘালয় থেকে কয়লা আমদানি বন্ধ হয়ে যাওয়ায় বিপাকে পড়ে এ অঞ্চলের শ্রমজীবী লোকজন ও এর সঙ্গে জড়িত সংশ্লিষ্ট আমদানিকারকরা।

তাহিরপুর কয়লা আমদানিকারক গ্রুপ সমিতির সভাপতি আলকাছ উদ্দিন খন্দকার বাংলানিউজকে জানান, করোনার কারণে সৃষ্ট পরিস্থিতিতে বিপাকে পড়েন কয়লার সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও শ্রমিকরা। রপ্তানিকারকরা ঠিক মতো কয়লা ও পাথর সরবরাহ করলে তিনটি শুল্ক স্টেশনে পুনরায় প্রাণ ফিরে পাবে।

এ প্রসঙ্গে বড়ছড়া কাস্টমস কর্মকর্তা সুদীপ্ত শেখর দাস বাংলানিউজকে বলেন, বড়ছড়া শুল্ক স্টেশন দিয়ে মালবাহী পাঁচ গাড়ি কয়লা আমদানি হয়েছে। এখন পর্যন্ত নতুন কয়লার কোনো আমদানির ঋণপত্র (এলসি) পাইনি। পুরাতন এলসির কয়লাই আমদানি হচ্ছে।

বাংলাদেশ সময়: ২১০৫ ঘণ্টা, অক্টোবর ১৫, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।