ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

এসআইবিএলের তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
এসআইবিএলের তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন

ঢাকা: সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের (এসআইবিএল) দুই দিনব্যাপী তৃতীয় প্রান্তিক ব্যবসায়িক সম্মেলন শেষ হয়েছে।

শনিবার (১৭ অক্টোবর) ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মেলনের শুভ উদ্বোধন করেন।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান ও মানব সম্পদ বিভাগের প্রধান কাজী ওবায়দুল আল ফারুক।  

ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এ সম্মেলনে ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানরা এবং শাখা ব্যবস্থাপকরা তাদের ব্যবসায়িক সাফল্য তুলে ধরেন।  

ব্যবসায়িক সম্মেলনে গত নয় মাসে অর্জিত ব্যাংকের লক্ষ্যমাত্রার বিশ্লেষণ ও  আগামী তিন মাসে লক্ষ্যমাত্রা অর্জনে করণীয় সম্পর্কে আলোচনা করা হয়।

ব্যবস্থাপনা পরিচালক তার বক্তব্যে শাখা ব্যবস্থাপক ও প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানদের উদ্দেশ্যে নানা দিক নির্দেশনা দেন।  

তিনি বলেন, সবার সম্মিলিত প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবসায়িক সফলতার ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ সময়: ১৭৪৭ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।