ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মিনিস্টার গ্রুপকে চেক-চুক্তিপত্র হস্তান্তর করলো বন্ধন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৯ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
মিনিস্টার গ্রুপকে চেক-চুক্তিপত্র হস্তান্তর করলো বন্ধন

ঢাকা: মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডকে দশ লাখ টাকার চেক ও এক কোটি সত্তর লাখ টাকার ওয়ার্ক ওর্ডার দিয়েছে বন্ধন এনজিও।

বুধবার (২১ অক্টোবর) রাজধানীর গুলশানে মিনিস্টারের প্রধান কার্যালয়ে মিনিস্টার হাইটেক পার্ক লিমিটেডের এক্সিকিউটিভ ডিরেক্টর গোলাম শাহরিয়ার কবিরের কাছে এ চেক ও চুক্তিপত্র হস্তান্তর করা হয়।

বন্ধন এনজিওয়ের সহকারী পরিচালক (অপারেশন) রফিকুল ইসলাম ও সহকারী পরিচালক (এইচআর) মির্জা সাকিফ হোসেন গোলাম শাহরিয়ার কবিরের কাছে এ চেক এবং চুক্তি পত্র হস্তান্তর করেন।

এই সময় মিনিস্টার গ্রুপের করপোরেট সেলসের সহকারী পরিচালক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

এ চুক্তির আওতায় বন্ধন এনজিওকে সঠিক সময়ের মধ্যে মিনিস্টার গ্রুপ পণ্য সরবরাহ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, অক্টোবর ২১, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।