ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল ইউসিবি

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৪৬ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিল ইউসিবি

ঢাকা: দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ইউসিবির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শীতার্তদের সাহায্যার্থে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে ১ লাখ ৫০ হাজার পিস কম্বল দিয়েছে ইউসিবি।

ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণে তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে মুখ্যসচিব ড. আহমদ কায়কাউসের কাছে কম্বল তুলে দেন ব্যাংকের অ্যাক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান আনিসুজ্জামান চৌধুরী রনি। এছাড়া মুজিববর্ষ ২০২০ উপলক্ষে ব্যাংকের গৃহীত কার্যক্রমের সচিত্র অ্যালবামও দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।