ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রধানমন্ত্রীর ত্রাণ হতবিলে কম্বল দিল এনআরবিসি ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
প্রধানমন্ত্রীর ত্রাণ হতবিলে কম্বল দিল এনআরবিসি ব্যাংক

ঢাকা: দেশের শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে ‘মানবিক ব্যাংক’ হিসেবে স্বীকৃতি পাওয়া এনআরবি কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (এনআরবিসি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এনআরবিসির পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শীতার্ত ও দুস্থদের মধ্যে বিতরণের জন্য প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে কম্বল দিয়েছে এনআরবিসি ব্যাংক। বুধবার (২৮ অক্টোবর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের সভাকক্ষে তার মুখ্য সচিব ড. আহমদ কায়কাউসের হাতে অনুদানের এ কম্বল তুলে দেন ব্যাংকের পরিচালক ও নির্বাহী কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আদনান ইমাম। এসময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে সংযুক্ত ছিলেন।

এনআরবিসি ব্যাংক সামাজিক দায়বদ্ধতার আওতায় ভবিষ্যতেও মানবিক সব কাজের সঙ্গে সম্পৃক্ত থাকবে বলে অঙ্গিকারাবদ্ধ।  

বাংলাদেশ সময়: ১৮৫০ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০২০
ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।