ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ট্রাস্ট ব্যাংকের মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন সেনাপ্রধান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, নভেম্বর ২, ২০২০
ট্রাস্ট ব্যাংকের মোবাইল অ্যাপ উদ্বোধন করলেন সেনাপ্রধান কর্মসূচির উদ্বোধন করেন সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ, ছবি: বাংলানিউজ

ঢাকা: ট্রাস্ট ব্যাংক লিমিটেড (টিবিএল) ‘ট্রাস্ট মানি’ মোবাইল অ্যাপ, ভিসা সিগনেচার ক্রেডিট কার্ড এবং ফেসবুক পেজ চালু করেছে। ব্যাংকের চেয়ারম্যান এবং সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদ এক অনাড়ম্বর অনুষ্ঠানে এই সুবিধাগুলো সম্প্রতি উদ্বোধন করেন।

সোমবার (০২ নভেম্বর) প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ট্রাস্ট মানি’ অ্যাপের মাধ্যমে গ্রাহক যেকোনো সময় এবং যেকোনো জায়গায় ব্যাংকিং লেনদেন করতে পারবেন। ভিসা সিগনেচার ক্রেডিটকার্ডের গ্রাহকরা সাম্প্রতিক বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তি অনুসারে সর্বোচ্চ ক্রেডিট সীমা গ্রহণ করবে এবং বিশ্বব্যাপী ভিআইপি লাউঞ্জ ব্যবহার সুবিধাসহ আরও অনেক সুবিধাভোগ করতে পারবেন।

অনুষ্ঠানে পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, নভেম্বর ০২, ২০২০
এসই/টিএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।