ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাজধানীর সেনপাড়ায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, নভেম্বর ৩, ২০২০
রাজধানীর সেনপাড়ায় ইসলামী ব্যাংকের উপশাখা উদ্বোধন অনুষ্ঠানে অতিথিরা

ঢাকা: ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের মিরপুর শাখার অধীনে সেনপাড়া উপশাখা উদ্বোধন করা হয়েছে।  

সোমবার (২ নভেম্বর) ব্যাংকের অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মুহাম্মদ মুনিরুল মওলা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ উপশাখা উদ্বোধন করেন।

 

ব্যাংকের ঢাকা সেন্ট্রাল জোনপ্রধান মো. আলতাফ হুসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- এজেন্ট ব্যাংকিং ডিভিশনপ্রধান মো. মাহবুব আলম ও ঢাকা উত্তর সিটি করপোরেশনের কাউন্সিলর মো. হুমায়ুন রশিদ জনী।  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের মিরপুর শাখাপ্রধান এ কে এম আবু সিদ্দিকী। এতে ধন্যবাদ জ্ঞাপন করেন উপশাখা ইনচার্জ মো. আসাবুল আলম।  

এ সময় অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৭১১ ঘণ্টা, নভেম্বর ০৩, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।