ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

জীবনবিমার আওতায় এলো ট্রাক ড্রাইভাররা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ৮, ২০২০
জীবনবিমার আওতায় এলো ট্রাক ড্রাইভাররা চুক্তি সই অনুষ্ঠান

ঢাকা: ড্রাইভারদের জীবনবিমা গ্রহণের উদ্যোগ নিয়েছে ট্রাক লাগবে এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

এতদিন ড্রাইভারদের দুর্ঘটনা এবং মৃত্যুঝুঁকি থাকা সত্ত্বেও তারা জীবনবিমার সুবিধাবঞ্চিত ছিলেন।

জীবনবিমা প্রতিষ্ঠানসমূহ এবং পরিবহন মালিক সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগের অভাবে ড্রাইভারদের জীবনবিমা সুবিধা ছিল না।

ট্রাক লাগবে এর উদ্যোগের ফলে ড্রাইভারদের জীবনবিমায় এক নব যুগের সূচনা হলো।  

৫ নভেম্বর গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের কার্যালয়ে ট্রাক লাগবে এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর মধ্যে চুক্তি সই হয়।  

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- ট্রাক লাগবে এর প্রধান নির্বাহী কর্মকর্তা এনায়েত রশিদ, গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এর নির্বাহী সহসভাপতি ও প্রধান পরিচালন কর্মকর্তা শামিম আহমেদ।

আরও উপস্থিত ছিলেন ট্রাক লাগবে এর এইচ আর ডিরেক্টর মাকসুদ আলম এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স এর হেড অব ডিজিটাল চ্যানেল ইয়াসিন আরাফাত।  

এ চুক্তির ফলে, বার্ষিক ২৫০ টাকা প্রিমিয়াম মূল্যের জীবন বিমার আওতায় একজন ড্রাইভার দুর্ঘটনার কবলে পড়ে পঙ্গুত্ব বরণ করলে ১ লাখ টাকা  এবং মৃত্যুবরণ করলে তার পরিবার ২ লাখ টাকার সুবিধা পাবেন।  

এই জীবনবিমা সুবিধা নিতে হলে ট্রাক ড্রাইভারদের ট্রাক লাগবে অ্যাপ ডাউনলোড করতে হবে এবং হেল্পলাইন থেকে বিস্তারিত তথ্য সংগ্রহ করার মাধ্যমে সব প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, নভেম্বর ০৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।