ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাঁদপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৪ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
চাঁদপুরে নারী উদ্যোক্তাদের মিলনমেলা  ছবি: বাংলানিউজ

চাঁদপুর: নারী উদ্যোক্তাদের মধ্যে পরিচিতি ও উৎসাহিত করে আরও এগিয়ে নিতে চাঁদপুরে ওমেন অ্যান্ড ই-কমার্স ফোরামের (ডব্লিউই) মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে জেলা শহরের মিশন রোড অনন্যা সুপার মার্কেটের চতুর্থতলা লেকভিউ কমিউনিটি সেন্টারের এ মিলনমেলার আয়োজন করা হয়।

 

চাঁদপুরে শতাধিক উদ্যোক্তা রয়েছেন। শুক্রবারের মিলন মেলায় ৩৫ জন নারী উদ্যোক্তা অংশ নেন।

তরুণ উদ্যোক্তা আহমেদ সিয়ামের সঞ্চালনায় অংশ নেওয়া নারীদের মধ্যে বক্তব্য রাখেন- নাদিয়া রওশন, খাদিজা ইসলাম তুলি, জুয়েল পাটোয়ারী, সাইফ ইমতিয়াজ, সাদিয়া আফরিন, আনিকা, হুমায়রা, ফারজানা রুম্পা, রাবেয়া সোমা।  

উদ্যোক্ততারা বলেন, কথায় আছে, “একতাই বল”। তাই চাঁদপুরের উদ্যোক্তারা ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যাওয়ার প্রয়াসেই দ্বিতীয় এই মিলন মেলার আয়োজন করা হয়েছে। জেলায় ছড়িয়ে ছিটিয়ে থাকা শতাধিক উদ্যোক্তা রয়েছেন। পরবর্তীকালে সবাইকে একত্রিত করার চেষ্টা করা হবে।  

তারা আরও বলেন, ডব্লিউই বর্তমানে ফেসবুক গ্রুপগুলোর মধ্যে একটি অন্যতম জনপ্রিয় গ্রুপ। এই গ্রুপের হাত ধরে তৈরি হয়েছে এবং হচ্ছে হাজার হাজার উদ্যোক্তা। বিভিন্ন ওয়ার্কশপ, মাস্টার ক্লাস, গঠনমূলক পোস্টের মাধ্যমে পুরো বাংলাদেশের উদ্যোক্তারা তাদের উদ্যোগ এবং ব্যবসা সম্পর্কে নানা ধরনের দিক নির্দেশনা এবং জ্ঞান লাভ করছে। পাশাপাশি সেটাকে কাজে লাগিয়ে হচ্ছেন দক্ষ এবং সফল। অনেকেই পেরিয়েছে লাখপতির গণ্ডি। প্রত্যেকেই নিজ নিজ উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়ার স্বপ্নকে বাস্তবায়িত করছেন।  

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।