ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

‘প্রিফারেনশিয়াল মার্কেট একসেস দেবে সুইজারল্যান্ড’

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৭ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
‘প্রিফারেনশিয়াল মার্কেট একসেস দেবে সুইজারল্যান্ড’

ঢাকা: সুইজারল্যান্ড বাংলাদেশকে প্রিফারেনশিয়াল মার্কেট একসেস দেবে বলে আশা প্রকাশ করেছেন বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন।

বুধবার (১৮ নভেম্বর) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বাংলাদেশ ও সুইজারল্যান্ড ইন্টার-এজেন্সি কমিটির দ্বিতীয় সভায় স্বাগত বক্তব্যে তিনি এ আশা প্রকাশ করেন।

আলোচনায় সুইজারল্যান্ডের পক্ষে নেতৃত্ব দেন ঢাকাস্থ সুইজারল্যান্ডের বাইলেটারেল ইকোনমিক রিলেশনস ডিভিশনের হেড এরউইন বলিংগার।

বাংলাদেশ ও সুইজারল্যান্ড ইন্টার-এজেন্সি কমিটির দ্বিতীয় সভায় বাণিজ্য সচিব ড. মো. জাফর উদ্দীন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চেষ্টায় বাংলাদেশের অর্থনীতি সচল রয়েছে। বাংলাদেশের রপ্তানি স্বাভাবিক গতিতে ফিরে এসেছে। ২০২৪ সালে বাংলাদেশ এলডিসি থেকে বেরিয়ে উন্নয়নশীল দেশে পরিণত হচ্ছে। ইউরোপিয়ন ইউনিয়ন বাংলাদেশকে আরও কয়েক বছর প্রিফারেনশিয়াল মার্কেট একসেস দেয়ার নীতি গ্রহণ করেছে। সুইজারল্যান্ডও একই নীতিতে বাংলাদেশকে প্রিফারেনশিয়াল মার্কেট একসেস দেবে বলে আশা করছি।

বাণিজ্য সচিব বলেন, উভয় দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির সুযোগ আছে। ভবিষ্যতে তা বৃদ্ধি করা সম্ভব হবে। গত অর্থ বছরে বাংলাদেশ ১০৬ দশমিক ৮৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য সুইজারল্যান্ডে রপ্তানি করেছে, একই সময়ে ২৮৮ দশমিক ৪৭ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য আমদানি করেছে। বেসরকারি সেক্টরকে সাথে নিয়ে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করা হলে উভয় দেশ লাভবান হবেন।

সভায় উভয় দেশের বাণিজ্য বৃদ্ধি, দ্বিপাক্ষিক অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

বাংলাদেশ সময়: ২০২৫ ঘণ্টা, নভেম্বর ১৮, ২০২০
জিসিজি/এইচএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।