ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মোবারকগঞ্জ চিনিকলের আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৪ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
মোবারকগঞ্জ চিনিকলের আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ  ছবি: বাংলানিউজ

ঝিনাইদহ: ‘আখচাষি বাঁচাও, শ্রমিক বাঁচাও, মিল বাঁচাও, হটাও দালাল, বাঁচাও মিল’ এ স্লোগানে ঝিনাইদহের মোবারকগঞ্জ চিনিকলের আখচাষি ও শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও ফটক সভা অনুষ্ঠিত হয়েছে।  

শনিবার (২১ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মোবারকগঞ্জ চিনিকল প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আখচাষি ও করপোরেশন শ্রমিক-কর্মচারী ফেডারেশন এর আয়োজন করে।  

সমাবেশে মৌচিক আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন- মৌচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি গোলাম রসুল, সাধারণ সম্পাদক শরিফুল ইসলামসহ শ্রমিক নেতারা।  

এ সময় বক্তারা চিনিকলের মাড়াই মৌসুমের তারিখ নির্ধারণ না হওয়া পর্যন্ত কোনো মিলে বয়লার স্লো-ফায়ারিং করা যাবে নাসহ সরকারের কাছে ৫ দফা দাবি তুলে ধরেন।  

অবিলম্বে এ দাবি বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণারও হুঁশিয়ারি দেওয়া হয়। পরে মিল চত্বরে আখচাষি ও শ্রমিকরা বিক্ষোভ মিছিল করে।  

বাংলাদেশ সময়: ১৫৪০ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।