ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

পিসিআইডিএসএস সনদ অর্জন করলো ডাচ-বাংলা ব্যাংক

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
পিসিআইডিএসএস সনদ অর্জন করলো ডাচ-বাংলা ব্যাংক

ঢাকা: ডাচ-বাংলা ব্যাংক সম্প্রতি যুক্তরাজ্য ভিত্তিক প্রথমসারির স্বীকৃত তথ্যপ্রযুক্তি নিরাপত্তা সুরক্ষা মূল্যায়নকারী প্রতিষ্ঠান এনসিসি গ্রুপ কতৃক পেমেন্ট কার্ড ইন্ডাস্ট্রিজ ডাটা সিকিউরিটি স্ট্যান্ডার্ড (পিসিআইডিএসএস) সনদ অর্জন করেছে।

শনিবার (২১ নভেম্বর) ডাচ-বাংলা ব্যাংক থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, তথ্যপ্রযুক্তি ব্যবহারে বাংলাদেশের ব্যাংকগুলোর মধ্যে ডাচ-বাংলা ব্যাংকের রয়েছে সবচেয়ে বড় অবকাঠামো। যা ১০ হাজারেরও বেশি এন্ডপয়েন্ট, সব শাখা, এটিএম এবং ফাস্ট ট্র্যাক, পিওএস, কল সেন্টার, পেমেন্ট গেটওয়ে, ই-কমার্স, কোর ব্যাংকিং সিস্টেম (সিবিএস), পেমেন্ট স্যুইচিং, ডেবিট এবং ক্রেডিট কার্ড ও পিন ইস্যু সিস্টেমগুলোকে সমন্বয় করে। এ ধরনের নেটওয়ার্কের জন্য পিসিআইডিএসএস’র সম্মতি পাওয়া একটি দুঃসাধ্য কাজ। তারপরও ডাচ-বাংলা ব্যাংক সফলভাবে এ কাজগুলো সম্পন্ন করে এ স্বীকৃতি অর্জন করেছে।

এ অর্জনের ফলে ডাচ-বাংলা ব্যাংক গ্রাহকদের আরও নিরাপদ এবং গ্রহণযোগ্য ব্যাংকিং সেবা নিশ্চিত করবে।

বাংলাদেশ সময়: ২০৪৮ ঘণ্টা, নভেম্বর ২১, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।