ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

কমনওয়েলথকে ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০
কমনওয়েলথকে ওয়ার্কিং গ্রুপ গঠনের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

ঢাকা: কমনওয়েলথকে দীর্ঘমেয়াদী কাজ করতে ওয়ার্কিং গ্রুপ গঠন করার আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। একই সঙ্গে কমনওয়েলথ বিটুবি ডিজিটাল মার্কেট প্লেস সৃষ্টি, ভার্চ্যুয়াল ট্রেনিং অ্যান্ড ক্যাপাসিটি বিল্ডিং প্রোগ্রাম গ্রহণ, কমনওয়েলথ ট্রেড অ্যান্ড ক্লাইমেট চ্যালেঞ্জ মোকাবিলায় ক্ষয়-ক্ষতি কাটিয়ে ওঠার পদক্ষেপ নেওয়ার প্রস্তাব করেন তিনি।

সোমবার রাতে (২৩ নভেম্বর) অনলাইনে কমনওয়েলথভুক্ত দেশগুলোর মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে প্রাইভেট সেক্টরগুলোর মধ্যে সরাসরি আলোচনার সুযোগ সৃষ্টি এবং অগ্রধিকার খাতগুলো চিহ্নিত করার জন্য প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণে আয়োজিত তৃতীয় সভায় আলোচ্য বিষয় ‘প্রাইভেট সেক্টরে ডিজিটাল অ্যান্ড গ্রিন বিজনেস রিকভারি’র উপর বক্তব্য দেওয়ার সময় তিনি একথা বলেন।

কমনওয়েলথ বিটুবি হাই লেভেল ভার্চ্যুয়াল মিটিংয়ের ওপেনিং সেশনে স্বাগত বক্তব্যে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডিজিটালাইজেশনে বাংলাদেশ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের অর্থনীতিতে ডিজিটাল সুবিধা গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এ কারণে বাংলাদেশের অর্থনীতে ৯৮ শতাংশ মোবাইল ব্যাংকিং সুবিধা অবদান রাখছে।

তিনি বলেন, ইন্টারনেট সুবিধার আওতায় বাংলাদেশের ৬৫ শতাংশ মানুষ কাজ করছে। ডিজিটাল কমার্সের আওতায় এখন এক বিলিয়ন মার্কিন ডলারের বেশি বাণিজ্য হচ্ছে। ই-কমার্সে এর মধ্যে অর্ধেক কাজ করছে বাংলাদেশের নারীরা। কোভিড-১৯ এর কঠিন অবস্থাতেও বাংলাদেশের ইকোনমিক গ্রোথ ৫ দশমিক ২৪ শতাংশ। এটা এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি।  

এসময় অনলাইনে সংযুক্ত ছিলেন, বাণিজ্যসচিব ড. মো. জাফর উদ্দীন, যুক্তরাজ্যের ইন্টারন্যাশনাল ট্রেড ডিপার্টমেন্টের এক্সপোর্ট ডিপার্টমেন্টের মন্ত্রী গ্রাহাম স্টুয়ার্ট, কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চেয়ারম্যান লর্ড মার্ল্যান্ড। বিষয়ের উপর কি-নোট উপস্থাপন করেন কমনওয়েলথ সেক্রেটারি জেনারেল বারোনেস পেট্রিসিয়া স্কোটল্যান্ড।

অনলাইনে প্যানেল ডিসকাসনে অংশ নেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম, রুয়ান্ডার ট্রেড অ্যান্ড ইন্ডাস্টি মিনিস্টার সোরায়া হাকুজিইয়ারিমে, জ্যামাইকার ফরেন অ্যান্ড ফরেন ট্রেড মিনিস্টার সিনাতোরকামিনা জনসন স্মিথ, প্যাসিফিক আইসল্যান্ড প্রাইভেট সেক্টর অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান স্টিফেন লায়ন এবং কমনওয়েলথ এন্টারপ্রাইজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কাউন্সিলের চিফ এক্সিকিউটিভ অফিসার সামন্থ কোহেন সিভিও।

বাংলাদেশ সময়: ১৫৩৩ ঘণ্টা, নভেম্বর ২৪, ২০২০ 
জিসিজি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।