ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

প্রবাস ফেরত বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৮ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
প্রবাস ফেরত বাংলাদেশি নাগরিকদের সোশ্যাল ইসলামী ব্যাংকের বিনিয়োগ

ঢাকা: প্রবাস ফেরত বাংলাদেশিদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা তৈরির লক্ষ্যে সোশ্যাল ইসলামী ব্যাংক চালু করেছে ‘প্রবাসী উদ্যোগ’ ও ‘প্রবাসী অগ্রযাত্রা’নামে দুটি বিশেষ বিনিয়োগ সুবিধা।  

সম্প্রতি ব্যাংকের ২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর মো. আনোয়ারুল আজিম আরিফ এ বিশেষ বিনিয়োগ কার্যক্রমের আওতায় প্রবাস ফেরতদের মধ্যে বিনিয়োগ বিতরণের চেক হস্তান্তর করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কাজী ওসমান আলী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবু নাসের চৌধুরী, মো. সিরাজুল হক এবং মো. সামছুল হক, কোম্পানি সচিব আব্দুল হান্নান খান, এসএমই অ্যান্ড অ্যাগ্রিকালচারাল ফিন্যান্স বিভাগের প্রধান সাদাত আহমেদ খানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

বাংলাদেশ সময়: ১৬২৫ ঘণ্টা, নভেম্বর ২৯, ২০২০
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।