ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

নভেম্বরে রেমিটেন্স এসেছে ২০৭ কোটি ডলার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ১, ২০২০
নভেম্বরে রেমিটেন্স এসেছে ২০৭ কোটি ডলার

ঢাকা: চলতি বছরের নভেম্বর মাসে প্রবাসী বাংলাদেশিরা ২০৭ কোটি ডলারের সমপরিমাণ অর্থের রেমিটেন্স পাঠিয়েছেন। যা আগের বছরের একই মাসের তুলনায় ৩৩ দশমিক ৬৬ শতাংশ বেশি।

গেল বছরের নভেম্বর মাসে প্রবাসীরা ১৫৫ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছিলেন।

কেন্দ্রীয় ব্যাংকের প্রতিবেদন থেকে জানা গেছে, চলতি বছরের অক্টোবর (আগের) মাসের তুলনায় এক দশমিক ৫৭ শতাংশ কম। চলতি বছরের অক্টোবরে দেশে রেমিটেন্স এসেছে ২১১ কোটি ডলার। সেপ্টেম্বরে রেমিটেন্স এসেছে ২১৫ কোটি ডলার। আগস্টে রেমিটেন্স এসেছে ১৯৬ কোটি ডলার। জুলাইয়ে একক মাস হিসেবে রেকর্ড ২৫৯ কোটি ডলারের রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা।
 
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সিরাজুল ইসলাম বলেন, সরকারের দেওয়া দুই শতাংশ প্রণোদনার কারণে মহামারি করোনা ভাইরাসের মধ্যেও রেমিটেন্স বেড়েছে। প্রণোদনা অব্যাহত থাকলে ধারাবাহিকভাবে রেমিটেন্স বাড়বে।

বাংলাদেশ সময়: ২৩৪৯ ঘণ্টা, ডিসেম্বর ০১, ২০২০
এসই/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।