ঢাকা, বৃহস্পতিবার, ১৮ পৌষ ১৪৩১, ০২ জানুয়ারি ২০২৫, ০১ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেলো ১৯ প্রতিষ্ঠান

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৭ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেলো ১৯ প্রতিষ্ঠান

ঢাকা: জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ছয় ক্যাটাগরিতে দেশের ১৯ সেরা শিল্প প্রতিষ্ঠানকে 'রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার ২০১৮' দেওয়া হয়েছে।

সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে এ পুরস্কার দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।

অনুষ্ঠানটির আয়োজন করে শিল্প মন্ত্রণালয়।

প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, বর্তমান সরকার ভালো উদ্যোক্তাকে কাজের স্বীকৃতি দিয়ে থাকে তারই ধারাবাহিকতায় সৃজনশীল উদ্যোক্তাদের স্বীকৃতি দেওয়া হলো। ক্ষুদ্র ও মাঝারি খাত অর্থনীতির চালিকা শক্তি। এ শিল্পকে গুরুত্ব দিয়েই শিল্প মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।

বিশেষ অতিথির শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, করোনাকালিন সময় ব্যবসায়ীরা যাতে তাদের ব্যবসা এগিয়ে নিয়ে যেতে পারেন শিল্প মন্ত্রণালয়ের জন্য প্রধানমন্ত্রী ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা প্রণোদনা ঘোষণা করেছেন। তাই সবাইকে সিন্ডিকেট মুক্ত হয়ে ব্যবসা পরিচালনার আহ্বান জানান তিনি।

শিল্প সচিব কে এম আলী আজমের সভাপতিত্ব অনুষ্ঠিত এফবিসিসিআইর সভাপতি শেখ ফজলে ফাহিম উপস্থিত ছিলেন।

১৯টি পুরস্কারের মধ্যে বৃহৎ শিল্প ক্যাটাগরিতে ৪টি, মাঝারি শিল্প ক্যাটাগরিতে ৪টি, ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে ৩টি, মাইক্রো শিল্প ক্যাটাগরিতে ৩টি, কুটির শিল্প ক্যাটাগরিতে ৩টি এবং হাইটেক শিল্প ক্যাটাগরিতে ২টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।  

জাতীয় অর্থনীতিতে শিল্পখাতে অবদানের স্বীকৃতি দেওয়া, প্রণোদনা সৃষ্টি এবং সৃজনশীলতাকে উৎসাহিত করতে রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া হয়। ‘রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরস্কার দেওয়া সংক্রান্ত নির্দেশনাবলী ২০১৩’ এর আলোকে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। পুরস্কার হিসেবে একটি ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়েছে।

পুরস্কার পাওয়া ১৯ প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে-
বৃহৎ শিল্প: বৃহৎ শিল্প ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান বহুজাতিক প্রতিষ্ঠান ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড, দ্বিতীয় ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড, তৃতীয় হয়েছে যৌথভাবে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

মাঝারি শিল্প: মাঝারি শিল্প ক্যাটাগরিতে প্রথম তাফরিদ কটন মিলস লিমিটেড,যৌথভাবে দ্বিতীয় শেলটেক টেকনোলজি লিমিটেড ও অটো টেক্স লিমিটেড ও তৃতীয় হয়েছে মেসার্স এনভয় ফ্যাশনস লিমিটেড।

ক্ষুদ্র শিল্প: ক্ষুদ্র শিল্প ক্যাটাগরিতে প্রথম হয়েছে কনসেপ্ট নিটিং লিমিটেড, দ্বিতীয়  এপিএস ডিজাইন ওয়ার্কস লিমিটেড ও তৃতীয় সামিট অয়েল অ্যান্ড শিপিং কোম্পানি লিমিটেড।

মাইক্রো শিল্প: মাইক্রো শিল্পে প্রথম পুরস্কার পেয়েছেন ট্রিম টেক্স বাংলাদেশ, দ্বিতীয় মাসকো ওভারসিস লিমিটেড এবং তৃতীয় হন ক্রিমসন রেসেলা সী ফুড লিমিটেড।

কুটির শিল্প: কুটির শিল্পে পুরস্কার পেয়েছে  ক্লাসিক্যাল হ্যান্ডমেইড প্রোডাক্টস লিমিটেড, ইন্টেলিজেন্স কার্ড লিমিটেড এবং রূপকথা যুব ও মহিলা উন্নয়ন সংস্থা।

হাইটেক শিল্প: হাইটেক শিল্পে সার্ভিস ইঞ্জিন লিমিটেড এবং মেটাটিউব এশিয়া লিমিটেড পুরস্কার পায়।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ডিসেম্বর ২৮, ২০২০
এসএমএকে/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।