ঢাকা, শুক্রবার, ১৮ পৌষ ১৪৩১, ০৩ জানুয়ারি ২০২৫, ০২ রজব ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৮ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিংয়ের এজিএম অনুষ্ঠিত

ঢাকা: বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ৩৩তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।  

বৃহস্পতিবার (৩১ ডিসেম্বর) ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় ২০২০ সালে কোম্পানির নিরীক্ষিত আর্থিক বিবরণীসহ পরিচালক ও নিরীক্ষকদের প্রতিবেদন তুলে ধরা হয়। এছাড়া কোম্পানির ঘোষণা করা ৯ শতাংশ নগদ লভ্যাংশ এবং ৮ শতাংশ স্টক ডিভিডেন্ড দেওয়ার বিষয়টি শেয়ার হোল্ডারদের সর্বসম্মতিক্রমে অনুমোদন দেওয়া হয়।

সভায় সভাপতিত্ব করেন কোম্পানি পর্ষদের চেয়ারম্যান মোস্তফা কামাল মহীউদ্দীন। তিনি কোম্পানির বর্তমান ও ভবিষ্যৎ ব্যবসা পরিকল্পনার উপর আলোকপাত করেন এবং শেয়ারহোল্ডাদের করা বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।

বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।