ঢাকা, রবিবার, ১৭ ভাদ্র ১৪৩১, ০১ সেপ্টেম্বর ২০২৪, ২৬ সফর ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

চাল আমদানিতে শুল্ক কমলো

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২০৮ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২১
চাল আমদানিতে শুল্ক কমলো ...

ঢাকা: চাল আমদানিতে শুল্ক ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

বৃহস্পতিবার (০৭ জানুয়ারি) রাতে দুটি পৃথক আদেশ জারি করেছে এনবিআর।

প্রজ্ঞাপনে বলা হয়, চালের উপর আরোপনীয় আমদানি শুল্ক ক্ষেত্রে বিদ্যমান ২৫ শতাংশ হইতে ১০ শতাংশ পরিমান এবং সমুদয় রেগুলেটরি ডিউটি হইতে শর্ত সাপেক্ষে অব্যাহতি প্রদান করা হইলো। এই প্রজ্ঞাপনে আওতায় হারে চাল আমদানির পূর্বে প্রতি চালানের জন্য খাদ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত কর্মকর্তা থেকে লিখিত অনুমতি নিতে হবে। এটি অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চালের ওপর নতুন শুল্ক হার বলবৎ থাকবে।

এদিকে দেশের কৃষকের স্বার্থের কথা চিন্তা করে পেঁয়াজ আমদানিতে ১০ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

এর আগে ৩ জানুয়ারি বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে পেঁয়াজ আমদানিতে শুল্ক আরোপ এবং বিদায়ী বছরের ডিসেম্বরে চালের শুল্ক কমোনোর নীতিগত সিদ্ধান্ত হয়।

বাংলাদেশ সময়: ২২০৭ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২১
এসএমএকে/এইচএডি/এমএমএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।