ঢাকা, রবিবার, ১৩ শ্রাবণ ১৪৩১, ২৮ জুলাই ২০২৪, ২১ মহররম ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

সুগন্ধি চাল রপ্তানিতে প্রণোদনা নয়

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
সুগন্ধি চাল রপ্তানিতে প্রণোদনা নয়

ঢাকা: চাল রপ্তানিতে সরকার ১৫শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে গেলো বছর। প্রায় দুই বছর পর এসে জানিয়ে দিলো সুগন্ধি চাল রপ্তানিতে প্রণোদনা দেওয়া হবে না।

সোমবার (১৫ নভেম্বর) এবিষয়ে একটি সার্কুলার জারি করে বৈদেশিক মূদ্রা লেনদেনে নিয়োজিত সকল অনুমোদিত ডিলার ব্যাংকের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এতে বলা হয়েছে, ২০২০ সালের ৩০ জানুয়ারি এক সার্কুলারের মাধ্যমে চাল রপ্তানিতে সরকার ১৫শতাংশ প্রণোদনা দেওয়ার ঘোষণা দিয়েছে। সরকারি সিদ্ধান্তক্রমে ওই সার্কুলার স্পষ্ট করা যাচ্ছে যে সুগন্ধি চাল রপ্তানির ক্ষেত্রে প্রণোদনা সুবিধা প্রযোজ্য হবে না।

রপ্তানি বাণিজ্য উৎসাহিত করতে সরকার ২০২০ সালের ৩০ জানুয়ারি ঘোষণা দিয়েছিল দেশে উৎপাদিত ধান থেকে প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত চাল রপ্তানির বিপরীতে ১৫শতাংশ প্রণোদনা দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, নভেম্বর ১৫, ২০২১
এসই/এসআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।