ঢাকা, শনিবার, ১৬ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

ইউক্রেন সংকট

চেরনোবিলের নিরাপত্তায় কাজ করছে জাতিসংঘ-রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৫ ঘণ্টা, মার্চ ১২, ২০২২
চেরনোবিলের নিরাপত্তায় কাজ করছে জাতিসংঘ-রাশিয়া ফাইল ছবি

উত্তর ইউক্রেনের চেরনোবিল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নিরাপত্তায় জাতিসংঘের পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে কাজ করছে রাশিয়া।

শনিবার (১২ মার্চ) দেশটির পারমাণবিক নিয়ন্ত্রক সংস্থা রোসাটম এই তথ্য জানিয়েছে।

রোসাটমের পক্ষ থেকে বলা হয়েছে, জাতিসংঘের পারমাণবিক পর্যবেক্ষণ সংস্থা ও আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থার সঙ্গে সমন্বয় করে চেরনোবিল পারমাণবিক কেন্দ্রের নিরাপদ অপারেশন নিশ্চিত করার কাজ চলছে। এছাড়াও রাশিয়ান বিশেষজ্ঞদের একটি দল প্ল্যান্ট থেকে আবারও বিদ্যুৎ উৎপাদনের চেষ্টা করছেন।

রোসাটম আরো জানিয়েছে, চেরনোবিল এবং জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রের নিয়ন্ত্রণ এখনো ইউক্রেনীয়দের হাতে রয়েছে।

তবে ইউক্রেনের পারমাণবিক সংস্থার প্রধান অভিযোগ করেছেন, জাপোরিঝিয়া পরমাণু কেন্দ্রে রাশিয়ান প্রকৌশলী নিযুক্ত করা হয়েছে।

সূত্র: বিবিসি

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, মার্চ ১৩, ২০২২
এনএসআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।