ঢাকা: আমদানির ব্যয় পরিশোধের জন্য রপ্তানির বিপরীতে অগ্রিম আয় করা ডলার ৩০ দিন পর্যন্ত ধরে রাখতে পারবে অনুমোদিত ডিলার ব্যাংকগুলো।
রপ্তানিকারকদের ব্যাক টু ব্যাক লেটার অফ ক্রেডিটস (এলসি) এর অধীনে আমদানি পণ্যের বিল পরিশোধের জন্য রপ্তানি আয় ধরে রাখতে এই অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
সোমবার (১৪ মার্চ) এ বিষয়ে একটি সার্কুলার জারী করে দেশে কার্যরত অনুমোদিত ডিলার ব্যাংকগুলোর কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এতে বলা হয়েছে, ৩০দিন পর ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রাকে টাকায় রূপান্তর করবে এবং রপ্তানিকারকদের অ্যাকাউন্টে তা স্থানান্তর করবে।
এর আগে ব্যাংকগুলো বিদেশি ক্রেতাদের অগ্রিম অর্থকে টাকায় রূপান্তর করে রপ্তানিকারকদের অ্যাকাউন্টে স্থানান্তর করতো। এরপর উৎপাদনের জন্য প্রয়োজনীয় উপকরণ আমদানির জন্য রপ্তানিকারকদের টাকা আবার ডলারে রূপান্তর করতো। এখন থেকে রপ্তানির বিপরীতে আয় করা ডলার ৩০ দিন ধরে রেখে পুনরায় আমদানির বিল পরিশোধ করা যাবে।
বাংলাদেশ সময়: ২২২৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২২
এসই/কেএআর