পঞ্চগড়: পবিত্র ঈদুল ফিতর, পহেলা মে শ্রমিক দিবসসহ সাপ্তাহিক ছুটি উপলক্ষে পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে ৭ দিন সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকার পর আবারও শুরু হয়েছে আমদানি-রপ্তানি কার্যক্রম।
শনিবার (৭ মে) সকাল ১১টায় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেন।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে উভয় দেশের আমদানি-রপ্তানিকারক ও ব্যবসায়ীদের সম্মতিতে গত ৩০ এপ্রিল থেকে ৬ মে বন্দরের সব প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখা হয়।
৭ দিন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধের পর শনিবার (৭ মে) সকাল থেকে স্থলবন্দরে আমদানি-রপ্তানি কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। এদিকে বন্দরের কার্যক্রম শুরু হওয়ায় শ্রমিকদের কর্মব্যস্ততা বেড়ে গেছে।
বাংলাদেশ সময়: ১৩০৩ ঘণ্টা, মে ০৭, ২০২২
এনএইচআর