ঢাকা, শনিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০২ নভেম্বর ২০২৪, ০০ জমাদিউল আউয়াল ১৪৪৬

অর্থনীতি-ব্যবসা

৬ দিন পর হিলি স্থলবন্দরের কার্যক্রম ফের শুরু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মে ৭, ২০২২
৬ দিন পর হিলি স্থলবন্দরের কার্যক্রম ফের শুরু

দিনাজপুর: টানা ৬ দিন বন্ধ থাকার পর আবারো শুরু হয়েছে দিনাজপুরের হিলি স্থলবন্দরের কার্যক্রম। শনিবার (৭ মে) সকালে ভারতীয় পণ্যবাহী গাড়িগুলো বন্দরে প্রবেশের মধ্য দিয়ে শুরু হয় এই কার্যক্রম।

এর আগে আন্তর্জাতিক শ্রমিক দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিসহ টানা ৬দিন এই বন্দরের কার্যক্রম বন্ধ রাখা হয়।

হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, ৬ দিনের বন্ধ শেষে হিলি স্থলবন্দরের কার্যক্রম শুরু হয়েছে। সকালে ভারতীয়  বিভিন্ন পণ্যবাহী গাড়ি আসতে শুরু করে।

জানা যায়, আন্তর্জাতিক শ্রমিক দিবস, পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটিমিলে গত রোববার (১ মে) বন্ধ হয় এই স্থলবন্দরের কার্যক্রম। শনিবার (৭ মে) ভারত থেকে বিভিন্ন পণ্যবাহী গাড়ি বেলা ১১টায়  চেক পোস্ট দিয়ে বাংলাদেশে ঢোকে এবং গাড়িগুলো থেকে পণ্য খালাস করে দেশি গাড়িতে তোলা হয়।

এ বিষয়ে হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান জানান, বিভিন্ন ছুটির কারণে হিলি স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম ৬ দিন বন্ধ থাকলেও এই চেকপোস্ট দিয়ে উভয় দেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বাংলাদেশ সময়: ১৮৪৫ ঘণ্টা, ৭ মে, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।