ঢাকা: পুঁজিবাজারের চলমান পরিস্থিতি থেকে উত্তরণে মার্জিন ঋণ সুবিধা বাড়িয়ে নির্দেশনা জারি করেছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
রোববার (২২ মে) বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা জারি করা হয়েছে বলে সংস্থাটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা গেছে, মার্জিন ঋণ সুবিধা ১:১ বা নিজস্ব ১ টাকার বিপরীতে ১ টাকা পর্যন্ত মার্জিন ঋণ নেওয়ার বিষয়ে কমিশন সিদ্ধান্ত নিয়েছে।
নতুন নির্দেশনা অনুযায়ী, তালিকাভুক্ত ৪০ মূল্য-আয় অনুপাতের (পি/ই রেশিও) পর্যন্ত যেকোনো সিকিউরিটিজে ১০০ শতাংশ হারে মার্জিন ঋণ পাওয়া যাবে। যা আগামী সোমবার (২৩ মে) থেকেই কার্যকর হবে।
এ নির্দেশনার আগে শেয়ারবাজারে ১:৮০ বা বিনিয়োগকারীদের নিজস্ব ১ টাকার বিপরীতে ৮০ পয়সা বা ৮০ শতাংশ মার্জিনের সুযোগ ছিল।
বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, মে ২২, ২০২২
এসএমএকে/আরবি