ঢাকা, রবিবার, ২৯ বৈশাখ ১৪৩১, ১২ মে ২০২৪, ০৩ জিলকদ ১৪৪৫

অর্থনীতি-ব্যবসা

নবাবগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

উপজেলা করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩০ ঘণ্টা, জুন ৪, ২০২২
নবাবগঞ্জে বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন

নবাবগঞ্জ (ঢাকা): ঢাকার নবাবগঞ্জ উপজেলায় বসুন্ধরা সিমেন্টের রাজমিস্ত্রি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৪ জুন) উপজেলার বাগমারা বাজারে হলিডে মিনি চাইনিজ সেন্টারে ‘শৈল্পিক নির্মাণ রাজমিস্ত্রির অবদান’ শীর্ষক এ কর্মশালার আয়োজন করে বসুন্ধরা সিমেন্ট।

অনুষ্ঠানে স্থানীয় রাজমিস্ত্রীরা বসুন্ধরা সিমেন্ট ব্যবহার বিষয়ে এবং তাদের বাস্তব কাজের অভিজ্ঞতা ও নির্ভরতার কথা উল্লেখ করেন।

স্থাপনা নির্মাণ কৌশল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন ইঞ্জিনিয়ার মো. রুকন উদ্দিন ও নাজমুল হাসান ভূইয়া।

বসুন্ধরা সিমেন্টের পক্ষে বাড়ি নির্মাণ সংক্রান্ত বিভিন্ন বিষয় তুলে ধরেন ডেপুটি ম্যানেজার টেকনিক্যাল সাপোর্ট ইঞ্জিনিয়ার সালাহউদ্দিন আহমেদ।

বক্তারা বসুন্ধরা সিমেন্টের গুণগত মানের জন্য দেশের আইকন প্রকল্প পদ্মা সেতু নির্মাণ প্রকল্প, পদ্মা সেতুর নদী শাসন প্রকল্প, পদ্মা সেতুর অ্যাপ্রোচ রোড, মেট্রোরেল প্রকল্প,  ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প, মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্প, পায়রা সেতু প্রকল্প, কালনা সেতু, সাসেক রোড, ভুলতা ফ্লাইওভার, কালশী ফ্লাইওভার, রূপসা রেল সেতু, রামপাল বিদ্যুৎ প্রকল্পের মতো বড় স্থাপনাগুলোতে বসুন্ধরা সিমেন্ট  ব্যবহার করা হচ্ছে বলে জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বসুন্ধরা সিমেন্টের ব্র্যান্ড ডিপার্টমেন্টের সিনিয়র এক্সিকিউটিভ মোহাম্মদ কাঞ্চন, কেরানীগঞ্জ এরিয়ার এএসএম রায়হান আলী, নবাবগঞ্জ টেরিটোরির এএসই মো. জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার সেলিম রেজা প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬২৯ ঘণ্টা, জুন ০৪, ২০২২
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।