নওগাঁ: নওগাঁর খুচরা বাজারে সপ্তাহের ব্যবধানে মোটা জাতের চালের দাম কেজিতে ৩ থেকে ৪ টাকা বেড়েছে। বর্তমান খুচরা বাজারে মোটা জাতের স্বর্ণা-৫ জাতের চাল বিক্রি হচ্ছে ৫৫ টাকা কেজি, যা গত সপ্তাহের আগে বিক্রি হয়েছে ৫০ থেকে ৫২ টাকা কেজি।
নওগাঁর বড় খুচরা চাল বাজারের ব্যবসায়ী তাপস কুমার বাংলানিউজকে জানান, মোকামগুলোতে মোটা চালের আমদানি খুব কম। ফলে বেশি দামে কিনে বেশি দামেই বিক্রি করতে হচ্ছে। আবার বেশি দাম দিয়েও চাহিদা মোতাবেক চাল পাওয়া যাচ্ছে না। প্রতিদিন ৫ বস্তা চাহিদার তুলনায় চাল পাওয়া যাচ্ছে ১ থেকে ২ বস্তা।
চালের দাম বৃদ্ধির বিষয়ে নওগাঁ ফারিহা মিল মালিক শেখ ফরিদ উদ্দিন বাংলানিউজকে জানান, সম্প্রতি তেলের দাম বেড়েছে অস্বাভাবিক হারে। ফলে পরিবহন খরচ বেড়েছে অনেক। এজন্যই চাহিদা অনুযায়ী মোটা চালের দাম বেড়েছে। এখানে মিল মালিকদের করার কিছু নেই।
জেলা প্রশাসক খালিদ মেহেদী হাসান বাংলানিউজকে জানান, চালের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা প্রশাসনের মনিটরিং করছে। শুধু জেলা শহর নয়, জেলার ১১টি উপজেলায় চালের বাজার মনিটরিং টিম কাজ করছে। কোনোভাবেই যেন বাজার অস্বাভাবিক না হয় সেদিক বিবেচনায় আমরা কাজ করছি।
বাংলাদেশ সময়: ২০০৪ ঘণ্টা, আগস্ট ১২, ২০২২
আরএ