ঢাকা: কানাডা ও মরক্কো থেকে ৯০ হাজার মে.টন এমওপি ও ডিএপি সার কিনবে সরকার। এতে খরচ হবে ৭৩৯ কোটি ৪৩ লাখ ৪১ হাজার ৫০০ টাকা।
বুধবার (১৯ অক্টোবর) দুপুরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সভাপতিত্বে ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এ সংক্রান্ত প্রস্তাবের অনুমোদন দেওয়া হয়েছে। সভা শেষে অনুমোদিত প্রস্তাবগুলোর বিস্তারিত সাংবাদিকদের তুলে ধরেন মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. রাহাত আনোয়ার।
তিনি জানান, এদিন অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ২৩তম এবং সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় সরকারি ক্রয় কমিটির অনুমোদনের জন্য ৬টি প্রস্তাব উপস্থাপন করা হয়। ক্রয় প্রস্তাবনাগুলোর মধ্যে কৃষি মন্ত্রণালয়ের ২টি, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ১টি এবং বাণিজ্য মন্ত্রণালেয়ের ৩টি প্রস্তাবনা ছিল। ক্রয় কমিটির অনুমোদিত ৬টি প্রস্তাবে মোট অর্থের পরিমাণ ১ হাজার ৩৫৫ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৪১০ টাকা।
তিনি আরও জানান, কৃষি মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক রাষ্ট্রীয় পর্যায়ে চুক্তির আওতায় কানাডার কানাডিয়ান কমার্শিয়াল কর্পোরেশন থেকে ৪৩৭ কোটি ৫ লাখ ৯৩ হাজার ৫০০ টাকায় ৬ষ্ঠ লটে ৫০ হাজার মে. টন এমওপি (পটাশ) সার আমদানির প্রস্তাব অনুমোদন দেওয়া হয়েছে।
একই পদ্ধতিতে ৩০২ কোটি ৩৭ লাখ ৪৮ হাজার টাকায় মরক্কোর ওসিপি এস এ থেকে নবম লটে ৪০ হাজার মে. টন ডিএপি (ফসফেট) সার আমদানির প্রস্তাবও অনুমোদন দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, অক্টোবর ১৯,২০২২
জিসিজি/এমএমজেড