ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শীতকালীন ছুটিতেও খোলা থাকবে শাবিপ্রবির আবাসিক হল

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
শীতকালীন ছুটিতেও খোলা থাকবে শাবিপ্রবির আবাসিক হল

শাবিপ্রবি (সিলেট): শীতকালীন ছুটিতে সব আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. মিজানুর রহমান খান।

তিনি বলেন, শীতকালীন অবকাশ উপলক্ষে আজ (২০ ডিসেম্বর) থেকে ২ জানুয়ারি পর্যন্ত টানা ১৪ দিন বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে এ সময়ে বিশ্ববিদ্যালয়ের সব আবাসিক হল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের সুবিধার্থে হলে ডাইনিং-ক্যান্টিনও খোলা থাকবে।

বাংলাদেশ সময়: ২০৩৭ ঘণ্টা, ডিসেম্বর ২০, ২০২২
এমএমজেড

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।