ঢাকা, বৃহস্পতিবার, ১৫ কার্তিক ১৪৩১, ৩১ অক্টোবর ২০২৪, ২৭ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

শাবিপ্রবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কমিটি

শাবিপ্রবি করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৩ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
শাবিপ্রবিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশনের কমিটি

শাবিপ্রবি (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যাসোসিয়েশন অব সাস্টের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে।

কমিটিতে সহ-সভাপতি হিসেবে মো. শেফাউল আলম সাদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ফারহান চৌধুরী রুহেল নির্বাচিত হয়েছেন।


শনিবার (২৪ ডিসেম্বর) বিকেলে সংগঠনের পক্ষে থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটিতে নির্বাচিত অন্য সদস্যা হলেন, সহ-কোষাধ্যক্ষ মেরাজুল মোল্লা, সহ-সাধারণ সম্পাদক মেহেদী হাসান রোজ, সাংগঠনিক সম্পাদক মো. আসাদুজ্জামান, সংস্কৃতি বিষয়ক সম্পাদক আবদুল্লাহ আল মাসউদ, ক্রীড়া সম্পাদক মো. শাহিদুল ইসলাম, প্রকাশনা সম্পাদক আবদুল্লাহ আলাম মান্না, সহ-সংস্কৃতি বিষয়ক সম্পাদক হিমেল দাস, সহ-ক্রীড়া সম্পাদক মোহাম্মদ রবিউল আউয়াল, কার্যনির্বাহী সদস্য মো. শাফিনুর ইসলাম, তানজিলা আক্তার, নাসরিন আক্তার কেয়া, মো. মুহাইমেন আজাদ সিয়াম, আবদুল্লাহ নাজির, বোরহান উদ্দীন আহমদ ফারুকী, মুত্ত্বাকীন কবির, মাইনুর ইসলাম,স্বাগত দাস এবং মাহমুদুল হাসান।

অন্যদিকে পদাধিকার বলে সভাপতি হিসেবে যন্ত্রকৌশল বিভাগের প্রধান মাহমুদ-ওর-রশীদ, কোষাধাক্ষ্য প্রভাষক এ. কে. এম. আশিকুজ্জামান রয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮৪৯ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।