ঢাকা, মঙ্গলবার, ১৮ আষাঢ় ১৪৩১, ০২ জুলাই ২০২৪, ২৪ জিলহজ ১৪৪৫

শিক্ষা

এসএসসি: বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ ৫ পেয়েছে ২৮ জন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএসসি: বরিশাল বোর্ডে পুনর্নিরীক্ষণে জিপিএ ৫ পেয়েছে ২৮ জন

বরিশাল: এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলের পুনর্নিরীক্ষণে বরিশাল বোর্ডে ফেল থেকে পাস করেছে ১২ জন শিক্ষার্থী। গ্রেড পরিবর্তন হয়েছে ৭৬ পরীক্ষার্থীর।

শনিবার পুনর্নিরীক্ষণে ফলাফল ঘোষণা করা হয়েছে বলে বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন কুমার গাইন জানিয়েছেন।

তিনি বলেন, শনিবার সকালে প্রকাশিত পুনর্নিরীক্ষণের ফলাফলে মোট ৭৬ জন শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮ জন। জিপি ৫ পাওয়া ১৫ শিক্ষার্থীর নম্বর বেড়েছে।

তিনি আরও বলেন, মোট ৫ হাজার ৫০৬ শিক্ষার্থী ১০ হাজার ৯৯৪ টি উত্তরপত্র পুনর্নিরীক্ষণে আবেদন করে। গত ২৮ নভেম্বর সারাদেশে একযোগে এসএসসি পরীক্ষার ফলাফল ঘোষণা করা হয়। পরের দিন থেকেই পুনর্নিরীক্ষণের আবেদন গ্রহন করে বোর্ড কর্তৃপক্ষ।

বরিশাল শিক্ষা বোর্ডের ৯৪ হাজার ৮৭১ শিক্ষার্থী অংশ নেয়। তাদের মধ্যে পাস করে ৮৫ হাজার ১৪ পরীক্ষার্থী। এছাড়া ১০ হাজার ৬৮ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পুনর্নিরীক্ষণে পাস করা ১২ জন বেড়ে এখন দাড়িয়েছে ৮৫ হাজার জনে। জিপিএ ৫ পাওয়ার সংখ্যা হয়েছে ১০ হাজার ৯৬ জন।

বাংলাদেশ সময়: ১৯২৪ ঘণ্টা, ডিসেম্বর ২৪, ২০২২
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।