ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৭ ঘণ্টা, ডিসেম্বর ৩১, ২০২২
একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফল প্রকাশ ছবি: ওয়েবসাইটের স্ক্রিনশট

ঢাকা: চলতি ২০২২-২০২৩ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির প্রথম ধাপের ফলাফল প্রকাশ করা হয়েছে।

শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যায় নির্ধারিত ওয়েবসাইটে এ ফল প্রকাশ করা হয়।

শিক্ষার্থীরা ওয়েবসাইটে প্রবেশ করে ফল জানতে পারছেন।

গত ৮ ডিসেম্বর থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত প্রায় ১৩ লাখ ভর্তিচ্ছু একাদশে ভর্তির আবেদন করেন।

ফলাফল জানতে শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ‘ভিউ রেজাল্ট’ বাটনে ক্লিক করতে হবে। এরপর নির্ধারিত স্থানে ভর্তিচ্ছুরা রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ড, পাসের বছর ও ভেরিফিকেশন কোড ইনপুট দিয়ে ফল জানতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের জারি করা ভর্তি নির্দেশিকা অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের নির্বাচন নিশ্চায়ন চলবে ১ জানুয়ারি থেকে ৮ জানুয়ারি পর্যন্ত। ৩২৮ টাকা ফি দিয়ে ভর্তির প্রাথমিক নিশ্চায়ন করা যাবে। শিক্ষার্থীরা নিশ্চায়ন না করলে প্রথম পর্যায়ের নির্বাচন ও আবেদন বাতিল হবে। তাকে পুনরায় ফিসহ আবেদন করতে হবে।

আগামী ৯ ও ১০ জানুয়ারি দ্বিতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে। পছন্দক্রম ও প্রথম মাইগ্রেশনের ফল প্রকাশ হবে ১২ জানুয়ারি। একই দিনে দ্বিতীয় পর্যায়ে আবেদনের ফল প্রকাশ করা হবে। দ্বিতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৩ ও ১৪ জানুয়ারি।

তৃতীয় পর্যায়ের আবেদন নেওয়া হবে ১৬ জানুয়ারি। পছন্দক্রম অনুযায়ী দ্বিতীয় মাইগ্রেশনের ফল প্রকাশ করা হবে ১৮ জানুয়ারি। একই দিনে তৃতীয় পর্যায়ের আবেদনের ফল প্রকাশ করা হবে। তৃতীয় পর্যায়ের শিক্ষার্থীর নির্বাচন নিশ্চায়ন চলবে ১৯ ও ২০ জানুয়ারি।

এরপর আগামী ২২-২৬ জানুয়ারি ভর্তি শেষে ১ ফেব্রুয়ারি থেকে একাদশ শ্রেণিতে নতুন শিক্ষাবর্ষের ক্লাস শুরু হবে বলে নির্দেশিকায় উল্লেখ করা হয়েছে।

ফলাফল পাওয়া যাবে এ ওয়েবসাইটে- www.xiclassadmission.gov.bd/

বাংলাদেশ সময়: ২০০৭ ঘণ্টা, ৩১ ডিসেম্বর, ২০২২
এমআইএইচ/এসআইএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।