ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

শিক্ষা

রোববার থেকে ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪৭ ঘণ্টা, জানুয়ারি ৫, ২০২৩
রোববার থেকে ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা

গাজীপুর: জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২১ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের ১ম বর্ষের পরীক্ষা শুরু হবে আগামী রোববার (৮ জানুয়ারি) থেকে। বৃহস্পতিবার (৫ জানুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার সারা দেশে একযোগে ডিগ্রি ১ম বর্ষের পরীক্ষা শুরু হবে দুপুর একটায়। শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত আগামী ১২ মার্চ পর্যন্ত এ পরীক্ষা চলবে।

সারা দেশে মোট ১৯৩৫টি কলেজের ৭০২টি কেন্দ্রে প্রায় তিন লাখ পরীক্ষার্থী প্রথম বর্ষের পরীক্ষায় অংশ নেবেন। পরীক্ষার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

এছাড়া পরীক্ষা সুষ্ঠুভাবে শেষ করতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে সংশ্লিষ্টদের ২-৯৯৬৬৯১৫১৭ এবং ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগের জন্য বলেছে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বাংলাদেশ সময়: ২০৪৫, জানুয়ারি ৫, ২০২৩
আরএস/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।