সৃজনশীল প্রতিভা খুঁজে বের করার লক্ষ্যে সৃজনশীল প্রতিভা অন্বেশন নীতিমালা ২০১২ প্রণয়ন করেছে সরকার।
আগামী শিক্ষাবর্ষ থেকে তা কার্যকর করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।
বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ে এ সংক্রান্ত এক বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা জানান।
মন্ত্রী বলেন, এ নীতিমালার আওয়াতায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের এককালীন বৃত্তি প্রদানের ব্যবস্থা রাখা হয়েছে। পাশাপাশি উচ্চশিক্ষা লাভের জন্য শিক্ষার্থীদের বিদেশ যাওয়ার বিষয়েও সুযোগ রাখা হয়েছে নীতিমালায়।
বাংলাদেশ সময় : ১৫৩০ ঘণ্টা, এপ্রিল ১১, ২০১২
এসআর
সম্পদনা : আহমেদ জুয়েল, অ্যাসিসট্যান্ট আউটপুট এডিটর