ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

শাবি শিক্ষক সমিতির সভাপতি কবীর, সাধারণ সম্পাদক মাহবুবুল হাকিম

শাবিপ্রবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩৫৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
শাবি শিক্ষক সমিতির সভাপতি কবীর, সাধারণ সম্পাদক মাহবুবুল হাকিম

শাবিপ্রবি, (সিলেট): শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষক সমিতির নির্বাচন-২০২৩ এ সভাপতি পদে নির্বাচিত হয়েছেন পরিসংখ্যান বিভাগের অধ্যাপক ড. মো. কবীর হোসেন (১৬৪ ভোট)। এছাড়া সাধারণ সম্পাদক হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. মাহবুবুল হাকিম (১৫৪ ভোট)।

বুধবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ১০টায় ফলাফল ঘোষণা করেম প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মোহাম্মদ ফরহাদ হাওলাদার।

এছাড়া সহ-সভাপতি পদে গণিত বিভাগের অধ্যাপক ড. চন্দ্রানী নাগ (১৫১ ভোট), যুগ্ম সম্পাদক পদে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জহিরুল ইসলাম (১৫০ ভোট), কোষাধ্যক্ষ পদে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুন্সী ইবনে নাসের ইবনে আফজাল (১৮৩ ভোট) নির্বাচিত হয়েছেন।

ছয়টি সদস্য পদে নির্বাচিত হয়েছেন যথাক্রমে- সমাজকর্ম বিভাগের অধ্যাপক আমিনা পারভীন (১৬৩ ভোট), ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ড. রাজিয়া সুলতানা (১৫৬ ভোট), গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. ওমর ফারুক (১৫৪ ভোট), আইআইসিটির সহকারী অধ্যাপক ড. আহসান হাবীব (১৫৪ ভোট), কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. ফরহাদ রাব্বি (১৫০ ভোট) ও নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শাহজাহান মিয়া (১৪৯ ভোট)।

বুধবার সকাল সাড়ে ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে ভোট গ্রহণ শুরু হয়। শেষ হয় বিকেল ৪টায়। এবারের নির্বাচনে ১১টি পদের বিপরীতে ৪টি প্যানেল থেকে মোট ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। নির্বাচনে ভোটার সংখ্যা ছিল ৫৬০ জন। তবে এদের মধ্যে ১৩৬ জন শিক্ষাছুটিসহ অন্যান্য ছুটিতে ছিলেন। সর্বমোট ৪০৯টি ভোট কাস্ট হয়।

বাংলাদেশ সময়: ২৩৫৩ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২৩
এমএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।