ঢাকা: বৃহস্পতিবার দেশের সকল হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের বিভিন্ন বর্ষের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ হোমিওপ্যাথিক বোর্ডের চেয়ারম্যান ডা. দিলীপ কুমার রায় আজ সচিবালয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক-এর কাছে বোর্ডের অধীনে স্বীকৃতিপ্রাপ্ত ৪৪টি কলেজের ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি (ডিএইচমএমএস) পরীক্ষার ফলাফল হস্তান্তর করেন।
হোমিওপ্যাথিক বোর্ডের ইতিহাসে প্রথমবারের মতো ইন্টারনেটে এ ফল প্রকাশ করা হয়েছে। www.homoeopathicboardbd.org ওয়েব সাইটে এ ফলাফল পাওয়া যাবে।
এবার কলেজগুলোতে ১ম বর্ষ থেকে ৪র্থ বর্ষে মোট ১৩ হাজার ৩৫৮ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে ১১ হাজার ৭৬০ জন পরীক্ষায় উত্তীর্ণ হয়।
ফলাফল হস্তান্তরের সময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এস. এম. আশরাফুল ইসলাম, বোর্ডের রেজিস্টার ডা. মোঃ জাহাঙ্গীর আলম, পরীক্ষা নিয়ন্ত্রক ডা. আলী আজম উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময় : ২১০৬ ঘণ্টা, এপ্রিল ১২, ২০১২
এনএস/
সম্পাদনা: নূরনবী সিদ্দিক সুইন, সিনিয়র নিউজরুম এডিটর