ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

শিক্ষা

ববিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৪ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
ববিতে স্নাতক প্রথম বর্ষের ক্লাস শুরু ১ ফেব্রুয়ারি

বরিশাল: আগামী ১ ফেব্রুয়ারি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) সব বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে।

বরিশাল বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ২০২১-২০২২ এর সদস্য সচিব অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন স্বাক্ষরিত নোটিশে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

যেখানে বলা হয়েছে, উপাচার্যের সঙ্গে ডিনদের সভার সিদ্ধান্ত মোতাবেক আগামী ১ ফেব্রুয়ারি থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের সব বিভাগে স্নাতক (সম্মান) শ্রেণির প্রথম বর্ষের ক্লাস কার্যক্রম শুরু হবে। এ লক্ষ্যে সংশ্লিষ্ট সবাইকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে অনুরোধ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৪২২ ঘণ্টা, জানুয়ারি ২৭, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।