গাজীপুর: ইংরেজি বিভাগের ২০১০-১১ শিক্ষাবর্ষের ১২শ শিক্ষার্থী ভর্তির দেড় বছর পর ভর্তি বাতিলের প্রতিবাদে জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করে শিক্ষার্থীরা।
সোমবার দুপুর ১২টা থেকে ২টা পর্যন্ত জাতীয় বিশ্ববিদ্যালয় ঘেরাও করে বিক্ষোভ করে দেশের ২২টি কলেজের শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বাংলানিউজকে জানান, ২০১০-১১ শিক্ষাবর্ষে ইংরেজি বিভাগে ভর্তি হওয়ার দেড় বছর পর ১২শ শিক্ষার্থীকে জানানো হয় তাদের ইংরেজিতে পড়ার যোগ্যতা নেই।
বিভাগ থেকে তাদের জানানো হয় তারা চাইলে অন্য কোনো বিভাগে ভর্তি হয়ে লেখাপড়া করতে পারে।
এ ঘটনায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করেন।
ঘেরাও কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সাদৎ বিশ্ববিদ্যালয় কলেজের জাহিদ সিকদার ও সাদিকুল ইসলাম, সরকারি হরগঙ্গা কলেজের রাধি বিন রিয়াদ, সিদ্দেশ্বরী কলেজের জিনাত প্রমুখ।
এ সময় বক্তারা বলেন, ভর্তির দেড় বছর পর ভর্তির ন্যূনতম যোগ্যতা পুনরায় নির্ধারণ করে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অমানবিক আচরণ করেছে।
অবিলম্বে তাদের ইংরেজি বিভাগে ভর্তি মেনে নেওয়ার দাবি জানান বক্তারা।
বাংলাদেশ সময়: ১৬১০ ঘণ্টা, এপ্রিল ১৬, ২০১২
প্রতিবেদন: এ কে এম রিপন আনসারী / সম্পাদনা: মামুন উর রশীদ, নিউজরুম এডিটর