পটুয়াখালী: যথাযোগ্য মর্যাদায় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) ঐতিহাসিক মুজিবনগর দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের পক্ষে ডিন কাউন্সিলের আহ্বায়ক প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করেন।
পরে সেখানে এক আলোচনা সভা অনুষ্টিত হয়।
আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কৃষি অনুষদের ডিন প্রফেসর আ ক ম মোস্তফা জামান, রেজিস্ট্রার মো. নওয়াব আলী, প্রফেসর মোহাম্মদ আলী, সহকারী রেজিস্ট্রার আরিফ আহমেদ জুয়েল, কর্মচারী প্রতিনিধি জসিমউদ্দীন বাদল, শিক্ষার্থীদের মধ্যে অভিষেক দাশ প্রমুখ।
পরে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন স্বরূপ দাঁড়িয়ে ১ মিনিট নীরবতা পালন করা হয়।
এছাড়া দিবসটি উপলক্ষে পবিপ্রবি ছাত্রলীগ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পণ করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মো. মাহুজুর রহমান।
বাংলাদেশ সময়ঃ ১৮৪৯ ঘণ্টা, এপ্রিল ১৭, ২০১২
প্রতিবেদন: জাকারিয়া হৃদয়
সম্পাদনা: ওবায়দুল্লাহ সনি, নিউজরুম এডিটর