ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

খুবির মেইন গেট নির্মাণ কাজের উদ্বোধন

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
খুবির মেইন গেট নির্মাণ কাজের উদ্বোধন

খুলনা: খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) দীর্ঘ প্রত্যাশিত দৃষ্টিনন্দন মেইন গেট ও গেট হাউস নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ফিতা কেটে, ভিত্তিপ্রস্তর স্থাপন ও পাইলের মাধ্যমে নির্মাণ কাজের উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন।

 

এর আগে উপাচার্য সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, খুলনা বিশ্ববিদ্যালয় বধ্যভূমির ওপর নির্মিত দেশের একমাত্র বিশ্ববিদ্যালয়। তাই এর সাথে আমাদের আবেগ জড়িত। মেইন গেটের ডিজাইনে তার সংশ্লেষ রাখা হয়েছে। এর ডিজাইনে মুক্তিযুদ্ধ ও বধ্যভূমির আবহ অর্ন্তভুক্ত করা হয়েছে যা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যস্থাপনার অংশ হিসেবে তৈরি হবে। স্থাপনাটির নির্মাণ কাজ শেষ হলে বিশ্ববিদ্যালয়ের সম্মুখভাগের প্রবেশ অংশের চিত্র পাল্টে যাবে। খুলনা-সাতক্ষীরা মহাসড়কে যাতায়াতের সময় দৃষ্টিনন্দন মেইনগেটের সৌন্দর্য দর্শকদের মুগ্ধ করবে।

তিনি আরও বলেন, খুলনা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে উন্নীত করার জন্য একাডেমিকসহ বিভিন্ন ক্ষেত্রে নানামুখী পদক্ষেপ নেওয়া হয়েছে। স্মার্ট ক্লাসরুম, ল্যাব স্থাপন, অবকাঠামো উন্নয়ন, প্রশিক্ষণ জোরদার করা হয়েছে। সম্মিলিত প্রচেষ্টায় বিশ্ববিদ্যালয়কে আমরা অভীষ্টে এগিয়ে নিতে চাই। তিনি এই বিশ্ববিদ্যালয়ের নির্মাণ কাজসহ মেইনগেটের ডিজাইনে প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার জন্য স্থাপত্য ডিসিপ্লিনের শিক্ষকদের আন্তরিক ধন্যবাদ জানান।

একইসঙ্গে তিনি মেইন গেটের কাজটি যাতে যথাযথ মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে শেষ হয় সেজন্য নির্মাণ তদারকি কমিটি, অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্প ও প্রকৗশল বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেন।

নির্মাণ কাজ উদ্বোধন প্রাক্কালে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোসাম্মাৎ হোসনে আরা, ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য প্রফেসর ড. এ জেড এম মঞ্জুর রশীদ শুভেচ্ছা বক্তব্য রাখেন।

সূচনা বক্তব্য রাখেন ও সঞ্চালনা করেন রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। মেইন গেটের ডিজাইনের থিমের বিভিন্ন দিক তুলে ধরেন আরডিসিইউ টিমের পক্ষে স্থাপত্য ডিসিপ্লিনের সহযোগী অধ্যাপক এস এম নাজিমুদ্দিন।

এছাড়া নির্মাণকাজের বিভিন্ন দিক ব্যাখ্যা করেন প্রধান প্রকৌশলী মো. আব্দুর রাজ্জাক ও অধিকতর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মো. হাসানুজ্জামান।

এ সময় বিভিন্ন স্কুলের ডিন, ডিসিপ্লিন প্রধান, বিশ্ববিদ্যালয়ের নির্মাণ তদারকি কমিটির সভাপতি ও সদস্যরা, বিভাগীয় ও শাখা প্রধানসহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান আলফা ইন্টারন্যাশনালের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।  

ভিত্তিপ্রস্তরের পর সেখানে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি আব্দুল কুদ্দুস। আগামী ৬ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হবে বলে আশা করা হচ্ছে।  

বাংলাদেশ সময়: ১৯৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এমআরএম/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।