ঢাকা, শুক্রবার, ১৬ কার্তিক ১৪৩১, ০১ নভেম্বর ২০২৪, ২৮ রবিউস সানি ১৪৪৬

শিক্ষা

রাবিতে আট দিনব্যাপী বইমেলা শুরু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
রাবিতে আট দিনব্যাপী বইমেলা শুরু

রাজশাহী: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) আট দিনব্যাপী অমর একুশে বইমেলা ও ভাষা উৎসব শুরু হয়েছে।

মঙ্গলবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল চত্বরে এই মেলার উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবির।

 

রিয়েল স্টার সোসাইটি এবং স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং ফোরামের যৌথ আয়োজনে এই মেলা অনুষ্ঠিত হচ্ছে। আজ থেকে আগামী ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এ মেলা চলবে।

আট দিনব্যাপী এই বইমেলায় ২৫টির অধিক স্টল থাকবে এবং ৩০টিরও বেশি প্রকাশনীর বই পাওয়া যাবে।  প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা দর্শনার্থীর উন্মুক্ত থাকবে।

এছাড়া বইমেলাকে তরুণ সমাজের কাছে আগ্রহী করতে আরও থাকছে আট দিনব্যাপী পত্রলিখন উৎসব, বর্ণমালা প্রদর্শনী, পিঠা উৎসব, কবিতা পাঠ, যাত্রাপালা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২১, ২০২৩
এসএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।