ঢাকা: ‘উচ্ছ্বাসে ভাসি স্মৃতির ভেলায়’ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) সরকার ও রাজনীতি বিভাগের তৃতীয় পুনর্মিলনী হতে যাচ্ছে আগামী ১১ মার্চ।
পুনর্মলনী উপলক্ষে চলছে রেজিস্ট্রেশন কার্যক্রম, যা শেষ হবে আগামী ২৮ ফেব্রুয়ারি।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, https://jugpaa.fosociety.com/home এ লিঙ্কে প্রবেশ করে রেজিস্ট্রেশন ও অনলাইনে রেজিস্ট্রেশন ফি জমা দেওয়া যাবে।
পুনর্মিলনী উপলক্ষে একটি উদযাপন কমিটি করা হয়েছে। কমিটির আহ্বায়ক হিসেবে আছেন ও ২৪তম ব্যাচের শিক্ষার্থী কাজী আশরাফুল আজীম (০১৭১৮৬৫৬২২৩)। কমিটির সদস্য সচিব ২৪তম ব্যাচের শিক্ষার্থী ও সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক তারানা বেগম (০১৮৪১৮০৭০৯৭)। এছাড়া সদস্য হিসেবে আছেন ১৪তম ব্যাচের শিক্ষার্থী মোহাম্মদ শহীদুর রহমান পরাগ (০১৭১১৬১৯০৩৪), ৩৩তম ব্যাচের শিক্ষার্থী ও বিভাগের সহকারী অধ্যাপক মো. ইখতিয়ার উদ্দিন ভূঁইয়া (০১৭১৭৭৫৭৭৪০), ৩৪তম ব্যাচের শিক্ষার্থী মো. ঈসা রুহুল্লাহ নাদিম (০১৭১১৪৩৪৯২৮)।
প্রয়োজনে আহ্বায়ক কমিটির সদস্যদের সঙ্গে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬১৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
কেআই/আরবি