ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

লালমনিরহাটে বিভিন্ন দেশের শিক্ষাবিদদের মিলনমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
লালমনিরহাটে বিভিন্ন দেশের শিক্ষাবিদদের মিলনমেলা

লালমনিরহাট: বিভিন্ন দেশের খ্যাতিমান শিক্ষাবিদদের নিয়ে প্রথমবারের মতো লালমনিরহাটে শুরু হয়েছে তিনদিনব্যাপী শিক্ষা ও উন্নয়ন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

রোববার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার কাকিনা উত্তর বাংলা কলেজে এ সম্মেলনের উদ্বোধন করেন উত্তর বাংলা কলেজের প্রতিষ্ঠাতা স্কটল্যান্ডের গ্লাসকো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অর্থনীতিবিদ ড. মোজাম্মেল হক।



আয়োজকরা জানান, উন্নয়নের পূর্বশর্ত গুণগত শিক্ষার উন্নয়ন। শিক্ষা ছাড়া কোনো জনগোষ্ঠীর উন্নয়ন সম্ভব নয়। তাই মানসম্মত শিক্ষা বাস্তবায়নের লক্ষ্যে উত্তর বাংলা কলেজ দেশ বিদেশের খ্যাতিমান শিক্ষাবিদদের অংশ্রহণে শিক্ষা ও উন্নয়ন বিষয়ক তিনদিনের সম্মেলনের আয়োজন করেছে। ভারত, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, কানাডা, পাকিস্তান, স্কটল্যান্ডসহ বিভিন্ন দেশের খ্যাতিমান শিক্ষাবিদ এবং দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উত্তরাঞ্চলের বিভিন্ন কলেজের অধ্যক্ষরা সম্মেলনে অংশ নিয়েছেন।

সম্মেলনে উন্নত দেশের শিক্ষার মান ও পদ্ধতির সঙ্গে দেশের চলমান শিক্ষা পদ্ধতির তুলনা এবং এ থেকে উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করছেন শিক্ষাবিদরা। যুগে যুগে শিক্ষা ব্যবস্থার পরিবর্তন, পরিবর্ধন এবং আগামীর শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন নিয়ে পর্যালোচনা করা হচ্ছে শিক্ষাবিদদের এ সম্মেলনে। এমন সম্মেলন রাজধানী ঢাকায় হলেও প্রত্যন্ত অঞ্চল লালমনিরহাটে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে।

উত্তর বাংলা কলেজের অডিটরিয়ামে আয়োজিত শিক্ষাবিদদের আন্তর্জাতিক এ সম্মেলনের সমাপনী দিন ২৮ ফেব্রুয়ারি ভার্চ্যুয়ালি যুক্ত হবেন শিক্ষামন্ত্রী ড. দীপু মনি।  

উদ্বোধনী দিনে শিক্ষার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য দেন- নর্দান ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর আনোয়ার হোসাইন, বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর মাহবুবা নাসরিন, ভারতের রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর দিপক রায়, উত্তর বাংলা কলেজের অধ্যক্ষ আব্দুর রউফ সরকারসহ অনেকে।
বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ