ঢাকা, বৃহস্পতিবার, ২ মাঘ ১৪৩১, ১৬ জানুয়ারি ২০২৫, ১৫ রজব ১৪৪৬

শিক্ষা

রাত ১২টার মধ্যে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২৯ ঘণ্টা, মার্চ ১, ২০২৩
রাত ১২টার মধ্যে বৃত্তি পরীক্ষার সংশোধিত ফল

ঢাকা: প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত ফল বুধবার (১ মার্চ) রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।

রাত সোয়া সাতটায় তিনি বাংলানিউজকে বলেন, রাত ১২টার মধ্যেই প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হবে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তির ফলাফল প্রকাশ করেন। প্রকাশের চার ঘণ্টার মাথায় ফলাফল স্থগিত করা হয়।

কারিগরি ত্রুটির কারণে বুধবার বিকেলে পুনরায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ফল প্রকাশ হবে কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি। এরমধ্যে রাত সাতটার পর মন্ত্রণালয় থেকে ফল ঘোষণার সময় জানানো হলো।  

বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমআইএইচ/আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

শিক্ষা এর সর্বশেষ