ঢাকা: প্রাথমিক বৃত্তি পরীক্ষার স্থগিত ফল বুধবার (১ মার্চ) রাতের মধ্যেই প্রকাশ করা হবে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মাহবুবুর রহমান তুহিন বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
রাত সোয়া সাতটায় তিনি বাংলানিউজকে বলেন, রাত ১২টার মধ্যেই প্রাথমিক বৃত্তির সংশোধিত ফল প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) দুপুর ১টায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী মো. জাকির হোসেন বৃত্তির ফলাফল প্রকাশ করেন। প্রকাশের চার ঘণ্টার মাথায় ফলাফল স্থগিত করা হয়।
কারিগরি ত্রুটির কারণে বুধবার বিকেলে পুনরায় ফল প্রকাশ করা হবে বলে জানিয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। কিন্তু বিকেল গড়িয়ে সন্ধ্যা হলেও ফল প্রকাশ হবে কিনা তা কেউ নিশ্চিত করতে পারেনি। এরমধ্যে রাত সাতটার পর মন্ত্রণালয় থেকে ফল ঘোষণার সময় জানানো হলো।
বাংলাদেশ সময়: ১৯২৯ ঘণ্টা, মার্চ ০১, ২০২৩
এমআইএইচ/আরআইএস