ঢাকা, রবিবার, ১৭ কার্তিক ১৪৩১, ০৩ নভেম্বর ২০২৪, ০১ জমাদিউল আউয়াল ১৪৪৬

শিক্ষা

চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার বেড়েছে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫২ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার বেড়েছে

হবিগঞ্জ: চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার ৪৮ শতাংশ থেকে ৯৭ শতাংশে উন্নীত হয়েছে।
 
মঙ্গলবার (১৪ মার্চ) হবিগঞ্জ জেলা প্রশাসনের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।


 
জেলা প্রশাসন জানায়, হবিগঞ্জের চারটি উপজেলার ৩৬টি চা বাগানের প্রায় তিন হাজার শিশু স্কুলে যাওয়া প্রায় ছেড়ে দিয়েছিল। করোনা সংক্রমণের সময় অবস্থা আরও খারাপ হয়।  
 
এ বিষয়টি জেলা প্রশাসক ইশরাত জাহানের নজরে এলে এ অবস্থা থেকে উত্তরণে তিনি তাৎক্ষণিক উদ্যোগ নেন।
 
পরে জেলা প্রশাসক শিশুদের স্কুলে ভর্তিতে উদ্বুদ্ধ করতে বিনামূল্যে তাদের জন্ম নিবন্ধনের ব্যবস্থা করে দেন। বাগান কর্তৃপক্ষ, এনজিও এবং শিক্ষা বিভাগকে নিয়ে কৌশলে কাজ করায় দ্রুত অবস্থা পাল্টে গেছে। চা শ্রমিকের সন্তানদের স্কুলে ভর্তির হার ৪৮ শতাংশ থেকে বেড়ে এখন ৯৭ শতাংশে উন্নীত হয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৫৪৯ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।