ঢাকা: সাড়ে তিন বছর আগে প্রধানমন্ত্রী সম্মতি দিলেও কলেজ অধ্যক্ষ ও কর্তৃপক্ষের অনিহার কারণে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারি হয়নি। ফলে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে অবস্থান ধর্মঘট করছে কলেজের ছাত্রীরা।
বুধবার (১৫ মার্চ) সকালে কলেজের সামনে তারা এই কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীরা জানান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ সরকারি করণে প্রধানমন্ত্রীর সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়ন তারা। সরকারিকরণ না করে কলেজ কর্তৃপক্ষের স্বৈরাচারী সিদ্ধান্ত বাতিল এবং শিক্ষক-শিক্ষার্থীদের হয়রানি ও নির্যাতন বন্ধের দাবিতে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর দৃষ্টি আকর্ষণে তারা অবস্থান ধর্মঘট করছেন।
তারা আরও জানান, ২০১৯ সালের ১৭ অক্টোবর প্রধানমন্ত্রী সম্মতি দিলেও কলেজ কর্তৃপক্ষের অনীহায় তা আর বাস্তবায়ন করা যায়নি।
বাংলাদেশ সময়: ১২৪৬ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এমআইএইচ/এমএমজেড