ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০০৯ সালের অনার্স ফাইনাল (পার্ট-৪) পরীক্ষার ফলাফল মঙ্গলবার প্রকাশিত হয়েছে।
মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পরীক্ষা হওয়া ২৭টি বিষয়ের মধ্যে ১৫টির ফলাফল প্রকাশ করা হয়েছে। বাকি ১২টি বিষয়ের ফলাফল পর্যায়ক্রমে প্রকাশ করা হবে।
বিশ্ববিদ্যালয়ের www.nu.edu.bd ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। তবে বুধবার সকাল ১০টার পর থেকে এ ফলাফল জানা যাবে।
বাংলা, ইতিহাস, ইসলামের ইতিহাস, ইসলামি শিক্ষা, আরবি, দর্শন, সমাজবিজ্ঞান, সমাজকল্যান, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, মৃত্তিকা বিজ্ঞান, প্রাণিবিদ্যা, ভূগোল, মনোবিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ের ফলাফল আজ প্রকাশিত হয়েছে।
বাংলাদেশ সময়: ২৩৪০ ঘণ্টা, মে ০২, ২০১২
একেআর/ সম্পাদনা: বেনু সূত্রধর, নিউজরুম এডিটর